সিলেটের পুলিশ সুপার মো মনিরুজ্জামান আগস্ট মাসে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনের জন্যে জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন।
রবিবার জেলা পুলিশ লাইনসে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ৪২ জন পুলিশ সদস্যকে এই পুরস্কার প্রদান করা হয়।
লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাত গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, প্রসিকিউশন দাখিল ইত্যাদি ভাল কাজের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
এ পর্যায়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলওয়ার হোসেনকে অস্ত্র উদ্ধারের জন্য, ওসমানীনগর থানার এসআই অনুজ কুমার দাশকে পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের জন্য, জেলা গোয়েন্দা শাখার এসআই দেবদুলাল ধরকে জালনোট ও জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধারের জন্য এবং জেলা ট্রাফিক শাখার টিএসআই আবু বক্কর সিদ্দিককে সর্বাধিক প্রসিকিউশন দাখিলের জন্য পুরস্কৃত করা হয়।
পুলিশ সুপার মো মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর তদন্ত সহ সকল স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
দক্ষ কর্মকর্তাদের পুরস্কৃত করার পাশাপাশি সভায় অদক্ষ কর্মকর্তদেরকে তিরস্কার করা হয়।
Leave a Reply