সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার কর্মকৌশল প্রণয়নের লক্ষ্যে সুনামগঞ্জে হাওর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে এফআইভিডিবি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
পিকেএসএফ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হাওর সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জয়া সেন গুপ্তা ও জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
এছাড়াও এনজিও কর্মী, সাংবাদিক ও রাজনীতি সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply