সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা তাদের মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিসিন বিভাগের উপ পরিচালক ডা মো মাছুদুর রহমান ও সহকারী পরিচালক ডা মো রাশেদুজ্জামান খান বুধবার মানববন্ধন শুরুর প্রাক্কালে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস দিলে চলমান এই কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন. সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা মিফাহুল হুসেন সুইট, সহসভাপতি ডা আলাউদ্দীন সরকার, সাধারণ সম্পাদক ডা জাফর হোসেন খান, এনাটমি বিভাগের প্রভাষক ডা জামাল হোসেন, ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা মো ছামিউর রহমান, সার্জারি বিভাগের প্রভাষক ডা আকতার হোসেন, ইউনানী মেডিসিন বিভাগের প্রভাষক ডা সবিত কুমার দাস, ডা শামীম আহমদ সাম্মু, মেডিক্যাল অফিসার ডা সহির উদ্দীন, ডা শাহীন মিয়া, ডা ওয়াহিদুর রব চৌধুরী জগলু, ডা মাহবুব হোসেন, ডা মো রুবেল আহমদ, ডা জালাল উদ্দিন, ডা শাহরিয়ার আহমদ, ডা শেখ আমীনা আক্তার চৌধুরী মাম্মী, ডা আরিফা আক্তার, ডা পান্না আক্তার, ডা তানজিয়া আক্তার, ডা প্রিয়া আক্তার প্রমুখ।
তবে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ও ব্যাচলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি কোর্স (বিইউএমএস) চালু, ইন্টার্ন ভাতা ও অনারারি প্রশিক্ষণ মেডিক্যাল কলেজের অধীনে করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব বরাবর আবেদন জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply