হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা’য় আক্রান্ত হয়ে হবিগঞ্জ শহরতলির উমেদনগরের মনি রানী রায় (৩২) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যবিধি মেনে পৌর শ্মশানঘাটে মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়।
পারিবারিক সূত্র জানায়, উমেদনগরের মধ্যহাটির ব্যবসায়ী উজ্জ্বল রায়ের স্ত্রী মনি রানী রায় কয়েকদিন পূর্বে ‘করোনা’ উপসর্গ নিয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন; কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে সিলেটে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসোলেশনে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, এ নিয়ে জেলায় ৬ জন ‘করোনা’য় মারা গেলেন।
Leave a Reply