হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান নিজেই প্রচারণায় নেমেছেন।
বুধবার দুপুরে তিনি সদর হাসপাতাল সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারণা চালান।
এ সময় জেলা প্রশাসক মাইকে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন এবং পথচারী ও ব্যবসায়ীদের হাতে প্রচারপত্র তুলে দেন।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সাথে একজনের বেশি না থাকার অনুরোধ জানান। অতিরিক্ত লোকজনকে হাসপাতাল ত্যাগেরও নির্দেশ দেন। কোথাও অধিক মানুষের জটলা সৃষ্টি না করার জন্যও তিনি আহ্বান জানান।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলায় মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৯ জন। বুধবার এ সংখ্যা দাঁড়ায় ২৩ জনে। তবে এতে আতংকিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
Leave a Reply