হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা’ সংক্রমিত বিভিন্ন জেলা থেকে এসে হবিগঞ্জে ঢোকার চেষ্টাকালে ৩৪ জনকে আটক করা হয়েছে।
ঢাকা ও নারায়নগঞ্জ জেলা থেকে ট্রাক ও নৌকাযোগে মানুষ হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করছে। ইতোমধ্যে আটক করা হয়েছে ৩৪ জনকে। এই আটককৃতদেরকে সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে হবিগঞ্জ থেকে ১৯৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ফলাফল এসেছে ৮৮ জনের। তাদের মধ্যে কেউই ‘করোনা’ আক্রান্ত নন। অন্য ১০৭ জনের নমুনা পরীক্ষার ফল এখনও আসেনি।
ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, জেলায় ১ হাজার ১১২ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
Leave a Reply