মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার ‘করোনা ভাইরাস’ সংক্রমণ রোধে সব ধরনের যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের চৌমুহনায় চলাচলকারী যানবাহনের উপর এ কার্যক্রম চালানো হয়।
এসময় নিজহাতে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম। তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম ও আনোয়ারুল হক, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ও পুলিশ পরিদর্শক-তদন্ত পরিমল চন্দ্র দেব।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মৌলভীবাজারে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৩৩ জন। এর মধ্যে অধিকাংশ বিদেশ ফেরত। হোম কোয়ারেন্টাইন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এদিকে হোম কোয়ারেন্টাইন ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গলে ২ প্রবাসীকে ৩০ হাজার টাকা ও কুলাউড়ায় ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply