নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টে প্রতিদিন অনেকেই আক্রান্ত হচ্ছেন, যা খুবই বিপদজনক। সরকারের নির্দেশনায় প্রতিনিয়ত সিসিক স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।
দেশীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন সেবা সংস্থা এ ক্ষেত্রে নিরলস কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার বিকেলে ব্রাকের নিকট থেকে মাস্ক গ্রহণ অনুষ্ঠানে সিসিক মেয়র বক্তব্য রাখছিলেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক হ্যান্স ব্রান্ডস ইনকের পক্ষে ব্রাক সিলেট সিটি কর্পোরেশনকে ১৮ হাজার পরিবেশ বান্ধব সুতি কাপড়ের মাস্ক দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, ব্রাকের পিএসইউ প্রজেক্ট সিলেট ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মণ্ডল, এইচএনপিপি প্রজেক্ট ও ব্রাকের সিলেট এরিয়ার ম্যানেজার দেব কুমার পাল, ইউডিপি প্রজেক্ট ও ব্রাকের আঞ্চলিক সন্বয়কারী মোস্তাক আহম্মদ ও ব্রাকের সিলেট জেলা সমন্বয়কারী অনিক আহমাদ অপু।
Leave a Reply