NATIONAL
At least five people died after a train rammed a microbus carrying passengers in Munshibazar under Faridpur district
সংবাদ সংক্ষেপ
চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স অনুসরণ করছে : ৫৫ বিজিবির অধিনায়ক ভারতীয় ২ নাগরিক ও সাড়ে ৪৩ লাখ টাকার মালামাল আটক করলো ৪৮ বিজিবি সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ ভ্যাট প্রত্যাহারের দাবিতে নতুনধারা বাংলাদেশের লাল কার্ড প্রদর্শন গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় প্রায় ২২শ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সুনামগঞ্জে ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত জৈন্তিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ হবিগঞ্জে সামাজিক সংগঠন নাগরিক অধিকারের অভিষেক ও শীতবস্ত্র বিতরণ সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক নবীগঞ্জের সালামতপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন মৌলভীবাজারে শাহ মোস্তফার (র) ওরসে ভক্ত-আশিকানদের ঢল || শেষ হবে আখেরি মোনাজাতে ডিবির অভিযানে অনলাইন তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ ২ জন গ্রেফতার পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটির সভাপতি মাহফুজ সম্পাদক জয়নাল হাকিম ফাউন্ডেশন ইউএসএর প্রকাশনা `কোমল স্নেহের পরশ’ গ্রন্থের মোড়ক উম্মোচন গবেষকদের উদ্বুদ্ধ করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পদক বিতরণ

করোনা সংক্রমণ রোধে দেশে বুধবার সকাল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন

  • মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে সারাদেশে বুধবার সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্যে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।
এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনকালে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে, বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এসব সংস্থা সংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভুত থাকবে।
আদালতসমূহের কার্যক্রম বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
সকল প্রকার পরিবহণ যেমন সড়ক, নৌ, রেল এবং বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহণ, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না
শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহণ ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি উপকরণ অর্থাৎ সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড ১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/ জ্বালানি, ফায়ার সার্ভিস, স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দরের কার্যক্রম, সরকারি-বেসরকারি টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম অর্থাৎ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা ও ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভুত থাকবে।
অতি জরুরি প্রয়োজন অর্থাৎ ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/ সৎকার ইত্যাদি ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে করোনার টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।
খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/ সরবরাহ (টেকঅ্যাওয়ে/ অনলাইন) করা যাবে। শপিংমলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে।
কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ/ স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।
সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের জমায়েত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে হবে।
উপর্যুক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ প্রয়োজনে সম্পূরক নির্দেশনা জারি করতে পারবে।
প্রজ্ঞাপনে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest