করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণকে সচেতন করতে সিলেট জেলা তথ্য অফিস প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।
চলমান শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম-পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও ইউনিয়ন এলাকায় এই প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রচারকালে সরকারের জারিকৃত বিভিন্ন নির্দেশনা ও করোনা ভাইরাসের সংক্রমণরোধে করণীয় সম্পর্কে বার্তা প্রচার করা হয়।
সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক উজ্জ্বল শীল (রু দা) জানান, জেলা তথ্য অফিসের নির্ধারিত কর্মসূচি মোতাবেক এ প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও জানান, কোভিড-১৯ নির্মূল না হওয়া পর্যন্ত এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রচার কার্যক্রমে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে বহুলাংশে সচেতনতা সৃষ্টি হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply