‘করোনা’ সংকটে শিক্ষার্থীদের মেসভাড়া ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের বেতন-ফি মওকুফ সহ ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপিটি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের মহানগর সংগঠক ফাহিম আহমদ চৌধুরী, তানজিনা বেগম ও শামসুল আলম কাঞ্চন।
স্মারকলিপিতে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ৬ মাসের মেসভাড়ার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের বেতন-ফি মওকুফ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পরীক্ষার নামে টিউশন ফি আদায় বন্ধ ও শিক্ষক-কর্মচারীদের যথাসময়ে বেতন প্রদান, সরকারি উদ্যোগে সকল শ্রমজীবী-নিম্নবিত্তদের আগামী ৩ মাসের খাদ্যসামগ্রী বিনামূল্যে সরবরাহ এবং ‘করোনা’ টেস্টের সংখ্যা বৃদ্ধি করা ও ডাক্তার-নার্সদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
Leave a Reply