নিজস্ব প্রতিবেদক : সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা এম এ আহবাব বলেছেন, গোটা বিশ্ব করোনার ভয়াল থাবায় স্থম্ভিত। এতে প্রতি ৮ সেকেন্ডে একজন করে ডায়াবেটিক রোগী মারা যাচ্ছে। তাই বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় যেমনি সচেতন হতে হবে-ঠিক তেমনি ডায়াবেটিস প্রতিরোধে নিয়মনীতি মানতে হবে।
তিনি আরো বলেছেন, টিকা গ্রহণ করে করোনা আর সুশৃংখল জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে।
রবিবার দুপুরে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবসের আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
সংগঠনের সভা কক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা ললিত মোহন নাথের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাসপাতালের অফিস সহকারী মো লিয়াকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্য আফতাব চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি কবি ইসমত আরা চৌধুরী ও কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
এর আগে নীরব ঘাতক ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ কর্মসূচি পালন করা হয়। এর উদ্বোধন করেন, সংগঠনের সদস্য আফতাব চৌধুরী।
এছাড়াও একটি শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply