সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার জন্য সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ প্রচারণা শুরু করেছে ।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার কার্যক্রম উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা সামছ উদ্দিন।
এসময় শহরের পৌরবিপনী, দোজা মার্কেট ও ট্রাফিক পয়েণ্টের আশেপাশের এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, যানবাহনের চালক ও যাত্রী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা রফিকুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক।
Leave a Reply