নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত করোনা নিরাময় ভ্যাকসিন আবিষ্কার করছে। এই ভ্যাকসিন বাংলাদেশ কিভাবে পেতে পারে সেই বিষয়সহ করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রীংলা বাংলাদেশে এসেছেন।
বুধবার সকালে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, অন্য যেসব দেশ করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে সেই সব দেশ থেকেও ভ্যাকসিন আনার চিন্তা-ভাবনা বাংলাদেশের রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো ইউনুছুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন।
পররাষ্ট্র মন্ত্রী পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন।
Leave a Reply