হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে গণসচেতনতায় হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি লিফলেট ও সাবান বিতরণ এবং হাতধোয়া কর্মসূচি পালন করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি ফেরদৌস করিম আখনজীর সহযোগিতায় আতুকুড়া-সুবিদপুর ও করিমনগর গ্রামে লিফলেট ও দরিদ্রদের মাঝে সাবান বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে আতুকুড়া বাজারে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি সামছুল হক আখনজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জ্বলের পরিচালনায় আরো বক্তৃতা করেন, সহ সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ।
পরে গ্রামের বিভিন্ন স্থাপনা ও পরিবহণে জীবাণুনাশক স্পে করা হয়।
Leave a Reply