করোনা ভাইরাস আপডেট সিলেট গ্রুপের উদ্যোগে ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডাক্তার, নার্স, আয়া, ক্লিনার ও ওয়ার্ড বয়কে পিপিই দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এই সুরক্ষা সামগ্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা ময়নুল হকের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ডা শিশির রঞ্জন চক্রবর্তী ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা শামছুল ইসলাম।
এছাড়া সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা সুশান্ত কুমার মহাপাত্রের কাছে পিপিই হস্তান্তর করা হয়।
Leave a Reply