‘করোনা’ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সিলেট হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি বিভিন্ন রোটারি ক্লাবে বিনামূল্যে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করেছে।
রবিবার দুপুরে জালালাবাদ রোটারি হাসপাতালে এ ঔষধ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ডিস্টিক্ট্র গভর্নর এম আতাউর রহমান পীর। রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রভাষক ডা নাজমুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি, জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা ইমদাদুল হক। আরো বক্তব্য রাখেন, রোটারিয়ান মোস্তফা কামাল, রোটারিয়ান কফিল উদ্দিন বাবলু, রোটারিয়ান সাহেদ হোসাইন ও রোটারিয়ান মিজানুর রহমান।
Leave a Reply