হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ জনিত পরিস্থিতি মোকাবেলায় হবিগঞ্জে কর্মহীন, দরিদ্র ও অসহায় লোকজনের মাঝে খোলাবাজারে ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রি শুরু হয়েছে।
রবিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম এবং পৌর কাউন্সিলর আবুল হাসিম ও জুনায়েদ মিয়া।
হবিগঞ্জ শহরের ৫টি স্থানে ওএমএসে প্রতিজন ৫ কেজি করে চাল কিনতে পারবেন। ক্রেতাদেরকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে চাল নিতে হবে।
জেলা প্রশাসক জানান, কেউ অনিয়মের আশ্রয় দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply