নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জীবনযাত্রা একদম স্বাভাবিক। টানা দুই বছরের করোনা বিপর্যয় কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে মানুষ। চলছে উৎসব-পার্বন, সভা-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা, ভ্রমণ-পরিভ্রমণ। আচার-অনুষ্ঠানতো আছেই। না, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। মাস্কঢাকা মুখ চোখে পড়েনা বললেই চলে। শারীরিক দূরত্ব সুদূরে পাড়ি জমিয়েছে। হাতধোয়া বিবেচিত হচ্ছে সাবান-কিংবা হ্যান্ডওয়াশের অপচয় হিসেবে। খাওয়া-দাওয়ার ব্যাপারটিও চুলোয় গেছে। অথচ করোনা এখনও পিছু ছাড়েনি। প্রতিক্ষণে তাড়া করছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী মে মাসের প্রথমদিন থেকে দশমদিন পর্যন্ত বিভাগের চার জেলায় ৮৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৮ জনের। তবে এই ১০ দিনে কোন মৃত্যু নেই।
এই সময়ে নমুনা পরীক্ষার সংখ্যা হলো : ১ মে ৫৮, ২ মে ৫০, ৩ মে ৩৩, ৪ মে ৫৪, ৫ মে ৭১, ৬ মে ১১৮, ৭ মে ৭৪, ৮ মে ১৪৩, ৯ মে ১২০ ও ১০ মে ১৫৪। এর মধ্যে ৮ দিনই কেবল সিলেট জেলায় নমুনা পরীক্ষা হয়। অন্য দু’দিনের মধ্যে ১ মে মৌলভীবাজার ২১ জন ও ১০ মে ১২ জন নমুনা পরীক্ষার জন্যে দেন। তবে কারও দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
অন্যদিকে সিলেট জেলায় ৪ মে ৩ জন, ৭ মে ১ জন, ৮ মে ১ জন ও ১০ মে ৩ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হিসেবে ছিল যথাক্রমে ৫ দশমিক ৫৬, ১ দশমিক ৩৫, শূন্য দশমিক ৭০ ও ১ দশমিক ৯৫। সবমিলিয়ে ৮ জন করোনা রোগীর সন্ধান পাওয়া যায়, যা প্রমাণ করে, করোনা এখনও ধাওয়া করছে। অবশ্য বৈশ্বিক এ মহামারির আগের ভয়াল রূপ এখন নেই।
তাই বলে গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কারণ সুযোগ পেলেই করোনা আবার থাবা বিস্তার করতে পারে। অতএব সরকারিভাবে সর্বশেষ বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি সহ প্রচলিত কিছু নিয়মকানুন অনুসরণের বিকল্প নেই। বিশেষ করে টিকা গ্রহণ, মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব যতটা সম্ভব বজায় রাখা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন, হাত ভাইরাস মুক্ত রাখতে সচেতন থাকা-এই দায়িত্বগুলো নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, বিশ্বের স্বার্থে প্রতিপালনে যেন ভুল না হয়।
Leave a Reply