হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা’ উপসর্গ নিয়ে হবিগঞ্জের এক যুবক শনিবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের এই যুবক জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ‘করোনা’ চিকিৎসায় নির্ধারিত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে; কিন্তু রিপোর্ট আসেনি।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, মরদেহ করোনা রোগীর জন্য বিধিবদ্ধ নিয়মে দাফন করা হবে।
Leave a Reply