মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফ্রান্স ফেরত এক প্রবাসীর বিয়ে ‘করোনা’ আতংকে ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার-ভূমি আয়েশা আক্তার গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তফা ও শাহিনুর ইসলাম। সহকারী কমিশনার আয়েশা আক্তার জানান, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ফ্রান্স প্রবাসী এক যুবকের চুনারুঘাটে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার ছিল গায়ে হলুদ। খবর পেয়ে বরের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে ফ্রান্স যুবককে হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply