ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবী টিম ‘করোনা’ উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের জানাজা ও দাফন-কাফনের দায়িত্ব পালন করছে।
এর অংশ হিসেবে শুক্রবার রাতে ‘করোনা’য় আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা আব্দুল মতিনের জানাজা ও দাফন-কাফনের ব্যবস্থা করা হয়।
হযরত মানিক পীরের টিলা কবরস্থানে জানাজা শেষে মরদেহ দাফন করেন, স্বেচ্ছাসেবী টিমের প্রধান ইসলামী আন্দোলন মহানগরীর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি শিহাব উদ্দিন, মহানগর আহবায়ক মাওলানা মাহফুজ আহমদ মাহি, সদস্য সচিব মাওলানা শরফ উদ্দিন খান, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি ইসমাইল আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত সহ অন্যরা।
Leave a Reply