হবিগঞ্জ প্রতিনিধি : আমেরিকার নিউইয়র্ক সিটির ওজন পার্ক এলাকার বাসিন্দা সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। নিউইয়র্ক সময় বুধবার ভোর ৬টায় জ্যামাইকার কুইন্স হসপিটালে সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না শেষনিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে জ্বর কাশিতে আক্রান্ত হলে তাকে সেখানে ভর্তি করা হয়।
সৈয়দ মোহাম্মদ রশিদ মুন্না বানিয়াচঙ্গ উপজেলার কালাইনজোড়া গ্রামের সৈয়দ আব্দুল মালেকের সন্তান এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটির ভাগিনা।
Leave a Reply