জুড়ী প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনায় যখন সারা বিশ্বের উন্নয়ন বন্ধ রয়েছে ঠিক তখনও বাংলাদেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ীতে খালেরমুখ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মূর্তি ও ভাস্কর্য এক নয়। বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে তারা কিন্তু জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে কোনো কথা বলছে না।
শাহাব উদ্দিন, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে এবং পলিথিনের ব্যবহার বন্ধ করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরকার, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মতিন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রীকান্ত দাস ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ।
এছাড়া উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা, আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।
এলজিইডির সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জুড়ী নদীর উপর ৩০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার ৯৯২ টাকা। নির্মাণকাজ ২০২১ সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
Leave a Reply