নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনার টিকা নিয়েছেন।
বুধবার দুপুর ১টায় তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেন। এরপর পর্যক্ষেণ কেন্দ্রে বিশ্রাম নেন আধঘণ্ট। তবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। মেয়র সম্পূর্ণ সুস্থ আছেন।
টিকা গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে সিসিক মেয়র বলেন, সবাইকে করোনা মহামারির ছোঁবল থেকে নিরাপদ থাকতে টিকা নিতে হবে। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সুশৃংখলভাবে নাগরিকদেরকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, করোনার টিকা যারা নিয়েছেন এবং যারা এখনো নেননি তাদের সবাইকে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
Leave a Reply