মতিউর রহমান মুন্না, গ্রিস : করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় টানা ২ বছর পর গ্রিস প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে পবিত্র রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।
ইউরোপের দেশ গ্রিসে বসবাস করছেন, বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের মানুষ। সবাই নিজস্ব রীতিতে ধর্মকর্ম পালন করে থাকেন। বাংলাদেশীসহ অন্যান্য দেশের প্রচুর মুসলমানও প্রাচীন সভ্যতার এই দেশটিতে বসবাস করছেন।
প্রতিবছর রমজান মাসে একত্রে মিলিত হয়ে বিভিন্ন মসজিদে ইফতার করেন এবং তারাবির নামাজ পড়ে থাকেন গ্রিস প্রবাসী মুসলমানরা; কিন্তু গত দুই বছর করোনা মহামারির কারণে নিজ নিজ বাসায়ই ইফতার সারেন ও নামাজ আদায় করেন।
তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ইফতার আয়োজন ব্যাপকতা ফিরে এসেছে।
বৃহস্পতিবার এথেন্সের ওমোনিয়ায় আবু হোরায়রা জামে মসজিদে এমনি এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলমত নির্বিশেষে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরা। যোগ দেন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও কমিউনিটির নেতা, ব্যবসায়ী ও সাংবাদিক।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ, শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply