হবিগঞ্জ প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে লকডাউনকালে কড়াকড়ির কারণে স্বাস্থবিধি যাও কিছু মানামানি চলছিল, লকডাউল শিথিল হওয়ায় তাও আর নেই। এর প্রমাণ কোরবানির পশুরহাট। হবিগঞ্জেও একই অবস্থা। এই হাটগুলোতে করোনার ঝুঁকি নিয়েই চলছে বেচাকেনা। অবশ্য কর্তৃপক্ষের দাবি, ক্রেতা-বিক্রেতাদেরকে মাস্কপড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি এস এম সুরুজ আলী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জে ৪৭টি পশুরহাট বসেছে। শেষমুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতারা বলেছেন, গত বছরের তুলনায় এবার দাম বেশি। তাই বাজার ঘুরে কিনতে হচ্ছে; কিন্তু বিক্রেতাদের দাবি, দাম ঠিকই আছে।
পশুরহাটগুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। মানা হচ্ছেনা সরকারি নির্দেশনা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। অন্যদিকে ইজারাদারদের দাবি, সবার জন্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।
Leave a Reply