হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাব এসিস্ট্যান্ট কমিউমিনিটি মেডিকেল অফিসার ডা পৃথ্বিশ চন্দ্র বণিক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শ্বাস-প্রশ্বাসে বের হওয়া জীবাণু ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন ‘কভিড-১৯ স্প্রেডিং কন্ট্রোলার’ নামে একটি যন্ত্র উদ্ভাবনের দাবি করেছেন।
তার বাড়ি উপজেলার স্বরাফনগর গ্রামে। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বলছে, ৫৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করোনা ভাইরাসের জীবাণু ধ্বংস হয় সেখানে তার উদ্ভাবিত যন্ত্রটিতে ৭শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তাই আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসে বের হয়ে আসা জীবাণু দ্রুত ধ্বংস হয়ে যাবে। ফলে তার দ্বারা অন্য কেউ আক্রান্ত হবেনা।
একটি যন্ত্র তৈরি করতে লাগবে নেবোলেজার, মাস্ক, টিউব, ১২ ওয়াটের ডিসি ফ্যান ও ১ হাজার ওয়াটের ১টি হিটার। খরচ পড়বে মাত্র ৮শ টাকা। তবে দেড় হাজার থেকে দুই হাজার টাকা খরচ করলে আরো উন্নত মানের ‘কভিড-১৯ স্প্রেডিং কন্ট্রোলার’ বানানো যাবে। এজন্য তিনি সরকারের পৃষ্ঠপোষকতার কামনা করেন।
এব্যাপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, উদ্ভাবিত যন্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
Leave a Reply