জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ‘করোনা’ সংক্রমণ রোধে অনন্য ভূমিকার জন্যে সহকারী কমিশনার-ভূমি নূসরাত লায়লা নীরা প্রশংসিত হয়েছেন।
বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী ১০ জুন এক চিঠিতে এই প্রশংসা করে এসিল্যান্ডকে আন্তরিক অভিনন্দন জানান।
চিঠিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনী, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সুধীমহল ও নাগরিকগণের সহায়তায় ‘করোনা’র বিরুদ্ধে তিনি জীবনবাজি রেখে যে ত্যাগ স্বীকার করছেন তা এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে নূসরাত লায়লা নীরা বলেন, এ স্বীকৃতি তাকে প্রেরণা জোগাবে। তিনি আরো ভালো কিছু করার চেষ্টা করবেন।
Leave a Reply