হবিগঞ্জ প্রতিনিধি : করোনাযুদ্ধে জয়ী হলেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান সহ প্রশাসনের ৪ কর্মকর্তা। অন্য তিন জন হলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, সহকারী কমিশনার আফিয়া আমীন পাপ্পা ও সহকারী কমিশনার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। জেলা প্রশাসক দাফতরিক কাজকর্মও শুরু করে দিয়েছেন।
এসময় তাকে স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ সহ বিভিন্ন দফতরের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
গত ২১ এপ্রিল জেলা প্রশাসক সহ ৪ কর্মকর্তা করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা দেন। ২৫ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ ৩ জনের করোনা শনাক্ত হলেও জেলা প্রশাসকের করোনা পজিটিভের রিপোর্ট আসে ৪ মে। এরপর তাদের ফলোআপ টেস্ট করা হয়। পরপর ২ বার তাদের রিপোর্ট নেগেটিভ আসে।
Leave a Reply