নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনা বিপর্যয়কালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়িয়েছে। হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতার। এর অংশ হিসেবে আর্থিক সহায়তা দিয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় চেম্বার মিলনায়তনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো শোয়েব। এসময় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সিলেট চেম্বার সভাপতি বলেন, সাংবাদিকরা ভয়ংকর করোনা পরিস্থিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এসময় তাদের পাশে থাকাকে সিলেটের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন দায়িত্ব ও কর্তব্য বলে মনে করে।
সিলেট জেলা প্রেসক্লাবের ৪৬ জন সদস্যের সহায়তার অর্থ গ্রহণ করেন, সংগঠনের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল।
গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ এই সহযোগিতার জন্যে সিলেট চেম্বার পরিচালনা পর্ষদসহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মো এমদাদ হোসেন, মুশফিক জায়গীরদার, মো আব্দুর রহমান (জামিল), ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
Leave a Reply