সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাকালীন সম্মুখযোদ্ধাদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে আলফাত স্কয়ারে আমরা সুনামগঞ্জবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও খেলাঘর সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা খেলাঘর সভাপতি বিজন সেন রায়, কবি ইকবাল কাগজী, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি শামস শামীম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয় ও জেলা খেলাঘরের অর্থ সম্পাদক প্রদীপ পাল।
মানববন্ধন থেকে করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস দায়িত্ব পালন করে যাওয়ায় ডাক্তারসহ সকলস্তরের স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাসদস্য, অন্যান্য বাহিনীর সদস্য, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, সাংবাদিক ও ত্রাণকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একই সঙ্গে বক্তারা সবাইকে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাঁচি, কাঁশি ও থুথু
ফেলার শিষ্টাচার মানা এবং সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়ার আহবান জানান।
Leave a Reply