NATIONAL
RAB-9 has arrested 2 persons with about 37,500 pieces of yabas from Golapganj upazila of Sylhet
সংবাদ সংক্ষেপ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা সাউথইস্ট ব্যাংকের গোলাপগঞ্জ থেকে নবীগঞ্জের হত্যামামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলে যোগ দিতে জকিগঞ্জ আসছেন শায়খে চরমোনাই ভারতীয় আগ্রাসন ও হামলার প্রতিবাদে জকিগঞ্জ বিএনপির মিছিল ও সমাবেশ রয়েল এনফিল্ডসহ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি বিজিবির প্রচেষ্টায় ভারতের অভ্যন্তরে পাওয়া বাংলাদেশী নাগরিকের মরদেহ হস্তান্তর মাধবপুরে রাস্তা বন্ধ করার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ জন জনগণের আশা-আকাঙ্ক্ষা কোনোভাবেই পদদলিত করা যাবে না : নবাগত সিসিক প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ বিজিবি টহলদলের উপর হামলাকারী দুই চোরাকারবারী গ্রেফতার দিরাইয়ের পল্লীতে বন্দুকযুদ্ধে ১১ জন গুলিবিদ্ধ সহ আহত ২৫ || ওসমানীতে ভর্তি ১৩ জন নবীগঞ্জে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চলমান পরিস্থিতি নিয়ে জুড়ীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা স্বাধীনতার ৫৪ বছর পরেও নবীগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা ধ্রুবর সমাধিস্থল চিহ্নিত হয়নি || মিলেনি পরিচয় রাজনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত আহত একজন সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

কমিউনিটি রেডিওতে করোনা টিকা সম্পর্কে অপপ্রচার বিরোধী প্রচারাভিযান

  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

কোভিড-১৯ (করোনা) টিকাদান কর্মসূচি বিষয়ক সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং টিকা গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ও চাহিদা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে দেশের কমিউনিটি রেডিওগুলো বিশেষ প্রচারাভিযান শুরু করেছে।
প্রচারাভিযানের উদ্দেশ্য হলো, টিকাদান কর্মসূচি বিষয়ক মিথ্যা তথ্য চিহ্নিতকরণ ও গতানুগতিক ভুল ধারণা, গুজব, ডাহা-মিথ্যা ও অপপ্রচার বিস্তার রোধ করার জন্য বিজ্ঞানভিত্তিক তথ্য সরবরাহের মাধ্যমে জনগণের জীবন ও জীবিকা সহজতর করা, শারীরিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধকরণ, টিকা গ্রহণ পরবর্তী সম্ভাব্য শারীরিক সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, টিকাদান কর্মসূচিতে দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যেমন নাপিত, ঝাড়ুদার, মুচি, কামার, জেলে, হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি ও ঝুঁকিতে রয়েছে এমন অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ।
কমিউনিটি রেডিওগুলোর প্রচারাভিযানের অংশ হিসেবে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও অপপ্রচার প্রতিরোধ বিষয়ক নানা অনুষ্ঠান ওসম্প্রচার করছে। এর মধ্যে রয়েছে, সংবাদ, রেডিও স্পট/ নাটিকা, কথিকা, জিঙ্গেল, ভক্সপপ, পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট-পিএসএ এবং স্থানীয় পর্যায়ে গঠিত কোভিড-১৯ টিকাদান কমিটির সদস্যবৃন্দ যেমন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা/ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সাক্ষাৎকার ইত্যাদি ।
রেডিও অনুষ্ঠানগুলোর মাধ্যমে জনস্বাস্থ্য ও আর্থ-সামাজিক দৃষ্টিকোণ থেকে কোভিড-১৯ এর টিকা কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তথ্য প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট রেডিওর সম্প্রচারভুক্ত এলাকায় ভ্যাকসিন প্রথমে যাদের দেওয়া হবে, ভ্যাকসিন যেভাবে পাওয়া যাবে এবং ভ্যাকসিন নেওয়ার পর করণীয় এবং কোন ধাপে কারা করোনার টিকা পাবেন সে সম্পর্কিত সরকারি নির্দেশনা প্রচার করা হচ্ছে।
এছাড়া কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে নিশ্চিত করার লক্ষ্যে গঠিত কোভিড-১৯ ভ্যাকসিন ইমার্জেন্সি রেসপন্স টিম-২০২১-এর সঙ্গে যোগাযোগের জন্য টেলিফোন নম্বর, ঠিকানা, টিকাদান সংক্রান্ত ভুল তথ্য ও গুজবের ক্ষতিকর/ নেতিবাচক প্রভাব এবং মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ক তথ্যও অনুষ্ঠানগুলোর মাধ্যমে প্রচার করা হচ্ছে
কমিউনিটি রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে ইতোমধ্যে টিকাদান কর্মসূচি বিষয়ক সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে স্থানীয় পর্যায়ে সাধারন জনগণ জানতে পারছে এবং টিকা গ্রহণের গুরুত্ব সম্পর্কে অল্পবিস্তর সচেতনতা ও চাহিদা সৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে, বিজ্ঞানভিত্তিক তথ্য সরবরাহের মাধ্যমে টিকাদান কর্মসূচি বিষয়ক রেডিওর এই প্রচারাভিযান অব্যাহত থাকলে শীঘ্রই জন সাধারণের মধ্যে টিকা গ্রহণে এখন যে ভীতি ও দুটানা কাজ করছে তা কমে আসবে। পাশাপাশি মিথ্যা তথ্য চিহ্নিতকরণ ও গতানুগতিক ভুল ধারণা, গুজব, ডাহা-মিথ্যা ও অপপ্রচার বিস্তার রোধে জনগণ আরো সচেতন ও সচেষ্ট হবে, যা তাদের জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া টিকাদান কর্মসূচিতে দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং ঝুঁকিতে রয়েছে এমন অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি নিশ্চিত হবে।
উল্লেখ্য, গণমাধ্যম বিকাশের জন্য বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির দৃষ্টিভঙ্গি হলো, জ্ঞান-নির্ভর প্রাসঙ্গিক সংবেদনশীলতা। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মিডিয়া, তথ্য ও বিনোদনের ভবিষ্যত গঠনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল মিডিয়া পরিবেশের তৈরি চ্যালেঞ্জ এবং সুযোগগুলো বিবেচনায় রেখে কন্ঠহীনের কন্ঠস্বর হিসেবে কমিউনিটি রেডিওর উন্নয়ন করা। িি.িনহহৎপ.হবঃ
গত বছর মার্চ মাসে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতেই বিএনএনআরসি বাংলাদেশে সম্প্রচাররত কমিউনিটি রেডিও স্টেশনগুলোর মাধ্যমে সম্মিলিতভাবে এর সংক্রমণ প্রতিরোধ ও জীবন-জীবিকার নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসচেতনতামূলক রেডিও অনুষ্ঠান তৈরি ও সম্প্রচারের জন্য কাজ করছে।
কমিউনিটি রেডিওগুলোতে নিয়মিত করোনা ভাইরাস প্রতিরোধে কি কি করণীয় সে সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচারের ফলে গ্রামীণ জনপদে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিলো তা ধীরে ধীরে কমতে শুরু করেছে, শ্রোতারা ফোন কল, ক্ষুদেবার্তা প্রেরণে এবং ফেসবকু লাইভে অংশগ্রহণের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের সময় বিভিন্ন তথ্য সম্পর্কে প্রশ্ন করে উত্তর জানতে পারছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক প্রস্তুতি গ্রহণ করছে। এখন তারা এ সম্পর্কে তথ্য পেয়ে সচেতন হচ্ছে। ফলে কমিউনিটি রেডিও বাংলাদেশের গ্রামীণ জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্যের উৎস হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest