সুবর্ণা হামিদ : সিলেট রেঞ্জে পুলিশের উপমহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেছেন, কমিউনিটি পুলিশিং জনগণের সঙ্গে পুলিশ বাহিনীর বন্ধুত্বের সম্পর্ককে কেবল পুনঃপ্রতিষ্ঠা করেনি-সুদৃঢ়ও করেছে। ফলে সহজ হয়ে উঠেছে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা। ইতোমধ্যে এমন প্রচুর সমস্যার নিরসন সম্ভব হয়েছে, যেসব বিষয় নিয়ে অশান্তির দাবানলে অনেক পরিবার শেষ হয়ে যেতো।
‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার বিকেলে সিলেট জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগরীর রিকাবীবাজারে জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির আহবায়ক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, আর আর এফ কমান্ডেন্ট (এসপি) হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সাংবাদিক-লেখক আফতাব চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোয়াইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা রঞ্জন পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর রাজারবাগ পুলিশ লাইন্সে যে ভাষণ দিয়েছিলেন তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল বাংলাদেশ পুলিশ কেমন হবে।
বাংলাদেশ পুলিশ বঙ্গবন্ধুর দিক-নির্দেশনার আলোকেই এখন পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব ও কর্তব্য তুলে ধরে ডিআইজি বলেন, ভাল মানুষকে এই কাজে সম্পৃক্ত করতে হবে।
এর আগে বেলুন ও পায়রা উড়ানো এবং শোভাযাত্রা বের করা হয়।
এদিকে সকাল কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন এসএমপি কমিশনার মো নিশরুল আরিফ। সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির সভাপতি ডা নাসিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, নাজনীন হোসেন, কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, কোতয়ালি থানা কমিটির সভাপতি লায়েক আহমদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক-লেখক আফতাব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আক্রাম আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সুমন্ত গুপ্ত।
Leave a Reply