কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় ভানুগাছ বাজারের ১০নং রোড মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ সাংসদ মো আব্দুস শহীদ।
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমেদের সঞ্চালন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো হেলাল উদ্দিন, সংরক্ষিত আসনের সদস্য তরফদার রেজোয়ানা ইয়াসমিন সুমি, পৌর মেয়র জুয়েল আহমেদ, আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদাল হোসেন, পতনউষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, সাংবাদিক আহমেদ সিরাজ, বিশ্বজিৎ রায়, আব্দুল হান্নান চিনু, সুব্রত দেবরায় সঞ্জয়, নূরুল মোহাইমীন মিল্টন, প্রণীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমান সাজু, সাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, আসহাবুর ইসলাম শাওন, সানোয়ার হোসেন, আব্দুল মুক্তাদির, কাউন্সিলর আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক হুমায়ন কবির, মামুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।
Leave a Reply