বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাংবাদিক আব্দুল বাছিত খানের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেক্লাবের উদ্যোগে শহরের চৌমোহনায় এ কর্মসূচি পালন করা হয়।
মৌলভীবাজার অনলাইন প্রেক্লাবের আহবায়ক সিতার আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মশাহিদ আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, চিনু রঞ্জন তালুকদার, এহসান মুজাহিদ, মুহিব আহমদ ও আব্দুল মুকিত।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট দুপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আব্দুল বাছিত খান গুরুতর আহত হন।
Leave a Reply