শাহীন আহমেদ, কমলগঞ্জ : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলায় দুইটি সাধারণ সদস্য পদে দুই কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমলগঞ্জ উপজেলার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড এবং শ্রীমঙ্গল উপজেলার ১৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে এক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলার কমলগঞ্জ পৌরসভা এবং কমলগঞ্জ সদর, ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়ন নিয়ে গঠিত ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ সমর্থক আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো হেলালউদ্দীন ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, মুন্সিবাজার ও আলীনগর ইউনিয়ন নিয়ে গঠিত ১৫ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান। তিনিও ৩৭ ভোট পেয়েছেন।
সংরক্ষিত (১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে) সদস্য নির্বাচিত হয়েছেন আদমপুর ইউনিয়নের বদরুন নাহার ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাদার রিজুওয়ানা ইয়াসমিন। তিনি ভোট পেয়েছেন ১০২টি।
Leave a Reply