মৌলভীবাজার প্রতিনিধি : মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপে মণিপুরী সম্প্রদায়ের ১৭৪তম ঐতিহ্যবাহী মহারাস উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার রাত ১০টায় মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন প্রকৌশলী যোগেশ্বর চাটার্জ্জি। প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ মো আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রসাশক মো তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মাদ শাহ জালাল, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মাদ মাহমুদুল হক প্রমুখ।
এর আগে সকালে রাখাল নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে লোকজন এই রাস উৎসব দেখতে আসেন। এ উপলক্ষে গ্রামীণ মেলাও বসে।
Leave a Reply