কমলগঞ্জ প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলার সকল চা বাগানে নিম্নমানের খাদ্য দ্রব্য সরবরাহ এবং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে চা শ্রমিকরা মানববন্ধন করেছেন।
মানববন্ধন চলাকালে পুলিশের সামনেই প্রকল্পের ঠিকাদারের লোকজন আন্দোলনকারী চা শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া পুলিশ মানববন্ধনে ব্যবহারের জন্য আনা মাইক বন্ধ করে দেয়।
রবিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা সদরের চৌমোহনা এলাকায় বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে ও প্রকল্পভুক্ত চা শ্রমিক জনগোষ্ঠীর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
চা শ্রমিক অম্বিকা বোনার্জির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের সভাপতি গীতা রানী কানু ও আন্দোলন সংগঠক মোহন রবিদাস।
বক্তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সরবরাহকৃত চাল, আলু, ডাল, তেল, লুঙ্গি ও শাড়ি অত্যন্ত নিম্মমানের। যে চাল দেয়া হয়েছে তা খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। যে শাড়ি ও লুঙ্গি দেয়া হয়েছে তা দিয়ে লজ্জা নিবারণ হচ্ছে না। আলু প্রথম দিনেই পঁচে গেছে। নগদ সহায়তার পুরো টাকা কেউ পাননি। কিছু কিছু জনপ্রতিনিধি পাঁচ হাজার টাকার জায়গায় দুই-তিন হাজার টাকা করে তালিকাভুক্তদের দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন। অনেক চা শ্রমিক উপোস থাকলেও তাদেরকে তালিকায় আনা হয়নি। বরং স্বচ্ছল চা শ্রমিকদেরকে খাদ্যদ্রব্য দেয়া হয়েছে।
আন্দোলনকারীরা এ সময় পোকা ও দুর্গন্ধযুক্ত চাল, ডাল, আলু এবং নিম্মমানের শাড়ি ও লুঙ্গি প্রদর্শন করেন।
কমলগঞ্জে এ কর্মসূচির উদ্বোধনী দিন কুরমা বাগানে চা শ্রমিকদের অভিযোগের সত্যতা পেয়ে সাবেক চিফ হুইপ সংসদ সদস্য উপাধ্যক্ষ মো আব্দুস শহীদ নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণ বন্ধ রাখতে প্রশাসনকে নির্দেশ দেন। তার নির্দেশে দুই দিন বন্ধ রাখার পর পুনরায় কিছু পণ্য বদলে আবারও নিম্নমানের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
আলীনগর বাগানেও নিম্নমানের খাদ্যদ্রব্য বিতরণ হলে শ্রমিকরা প্রতিবাদ করেন; কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।
Leave a Reply