কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানয়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সফল জননী হিসেবে শিরীন আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে রাবেয়া বেগমকে উপজেলা পর্যায়ে এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করায় ইউনিয়ন পর্যায়ে মেহেরুনন্নেছাকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply