মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৩৭ সেমিমিটার উপর দিয়ে। ধলাই নদীর পানিও বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির কারণে কমলগঞ্জ পৌর এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে ৪ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানির প্রবল চাপে শনিবার দিনগত রাত ২টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপাশা এলাকায় ৭০ ফুট জায়গা জুড়ে এই ভাঙ্গন সৃষ্টি হয়। এতে রামপাশা ও কুমড়াকাপন এলাকা প্লাবিত হয়।
অন্যদিকে উপজেলার আদমপুর ও রহিমপুর ইউনিয়নের প্রতিরক্ষা বাঁধের পুরনো ২টি ভাঙ্গন মেরামত না করায় পানি ঢুকে ঘোড়ামারা, তিলকপুর, নাজাত কোনা, জগন্নাথপুর, প্রতাপী ও কান্দিগাঁও গ্রাম প্লাবিত হয়েছে।
Leave a Reply