কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে জঙ্গিবাদ ও মাদক বিরোধী বাইসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন স্বজনের উদ্যোগে রবিবার কমলগঞ্জ পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে আদমপুর ইউনিয়নের নঈনারপার বাজারে তিন শতাধিক বাই সাইকেলের শোভাযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি।
বাইসাইকেল শোভাযাত্রাটি দীর্ঘ ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে দুপুরে কমলগঞ্জ পৌরসভায় গিয়ে সমাপ্ত হয়।
পরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক জুয়েল আহমদের সভাপতিত্বে এবং সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো রওশনুজ্জামান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান, ওসি-তদন্ত নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, পৌর কাউন্সিলর মো আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, দেওয়ান আব্দুর রহিম মুহিম, রুহেল আহমদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল।
Leave a Reply