কমলগঞ্জ প্রতিনিধি : মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, অধ্যাপক মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও প্রধান শিক্ষক হুমায়ন কবির।
Leave a Reply