মৌলভীবাজার প্রতিনিধি : সাইকেল শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন গেলো এক বছরের পর্যালোচনা ও আগামী দিনের করণীয় নিয়ে মতবিনিময়ের আয়োজন করে।
সোমবার দুপুরে ’লাখো কণ্ঠে শপথ অগ্রগতির একবছর’ স্লোগান নিয়ে উপজেলা পরিষদ ভবন থেকে শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান ও পৌর মেয়র জুয়েল আহমদ।
অনুষ্ঠানে গরীব মেধাবী ১০ জন ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply