উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, কমরেড বাদল কর প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে আজীবন আপোসকামী এক পরীক্ষিত সৈনিক। তিনি তার জীবন ও যৌবনের পুরো অংশই বিলিয়ে দিয়েছেন অসাম্প্রদায়িক বাঙালি কৃষ্টি ও ঐতিহ্য লালন, ধারণ ও রক্ষা কাজে। তিনি অবিনশ্বর, চেতনার বাতিঘর এবং প্রগতিশীলতার চিরকালীন অনন্য উচ্চারণ।
শুক্রবার বিকেলে শারদা স্মৃতি ভবনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এ কথাবলেন।
কবি এ কে শেরামের সভাপতিত্বে ও ডা অভিজিৎ দাস জয়ের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রবীর সরদার।
স্মরণ সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে কমরেড বাদল করকে শ্রদ্ধা জানানো হয়। এরপর তার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন অতিথি, উপস্থিত সংস্কৃতিকর্মী ও সংগঠনের সদস্যবৃন্দ। অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় সূচনা সংগীত পরিবেশন করেন গীতবিতান বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ। এছাড়া স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্ত্তী বাবলা, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, খেলাঘর জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালী, নারী মুক্তি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মাধব রায়, যুব ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস খোকন প্রমুখ।
Leave a Reply