নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি ও উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা কমরেড বাদল করকে চোখের জলে আর ফুলেল শ্রদ্ধায় শেষ বিদার জানানো হয়েছে।
প্রবীণ এই সংগঠক রবিবার সকাল ১১টায় সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিকেল ৪টায় কমরেড বাদল করের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে নিয়ে আসা হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিশু সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে কাষ্টঘর শ্মশানে কমরেড বাদল করের শেষকৃত্য সম্পন্ন হয়।
Leave a Reply