সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান কবি মমিনুল মউজদীন, তার স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কহলিল জিবরানের নবম মৃত্যুবাষির্কী মঙ্গলবার।
এ উপলক্ষে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে কবি মমিনুল মউজদীনের ‘নির্বাচিত কবিতা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
কবি মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ই নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জ আসার পথে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও ছোট ছেলে সহ প্রাণ হারান। গুরুতর আহত হন বড় ছেলে ফিদেল নাহিয়ান। তবে দেশে-বিদেশে দীর্ঘদিন চিকিৎসার পর ফিদেল নাহিয়ান সুস্থ হয়ে উঠেন।
Leave a Reply