কবি তৌফিক সুলতানের সহজ সরল উপস্থাপনায় অপূর্ব রচনার সমম্বয়ে কাব্যগ্রন্থ ’হৃদয় থেকে রচিত’ প্রকাশিত হয়েছে।
বইটির প্রকাশক জানান, পাঠকরা কবির কবিতা পাঠে তৃপ্তি লাভ করবেন।
কবি তৌফিক সুলতানের এই কাব্য গ্রন্থের ই-বুক ভার্সন পাওয়া যাচ্ছে রকমারি’তে। বইটির প্রচ্ছদ করেছেন এস এম জসিম ভূঁইয়া।
কবি তৌফিক সুলতান বিভিন্ন পত্রিকায় ফিচার ও কলাম লিখে থাকেন। খুব শিগগির তার প্রবন্ধ, উপন্যাস ও ছোট গল্প বই আকারে প্রকাশ পাবে।
তৌফিক সুলতান ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply