নিজস্ব প্রতিবেদক : কবি-গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশের ৬৯তম জন্মদিন উপলক্ষে সিলেটে সাহিত্য-সুহৃদ সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
মদনমোহন কলেজ সাহিত্য পরিষদের কবি নৃপেন্দ্রলাল দাশ ৭০ বর্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে সোমবার রাতে এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত সম্মিলনটি সিলেটের কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও সমাজকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে কবিকে ঘিরে নানান রকম আলোচনা। এর থেকে বাদ থাকেননি কবি-গিন্নী মমতা দাশও। মাঝে মাঝে ছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কবির কবিতা আবৃত্তি। সবশেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তার সভাপতিত্বে ও সঞ্চালনায় সম্মিলনে কবি-গবেষক নৃপেন্দ্রলাল দাশও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সিলটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
Leave a Reply