সিলেটে ‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ এ স্লোগানে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা শাখা আলোচনা সভার আয়োজন করে।
জেলা শিশু একাডেমি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাশ। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আলম, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক সূচিত্রা রায় ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির গার্লস অ্যাডভোকেসি এলায়েন্স প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী। সভাপতিত্ব করেন, শিশু একাডেমির জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা। আরো বক্তব্য রাখেন, নতুন প্রজন্মের প্রতিনিধি ঐশিকা দাস। সঞ্চালনায় ছিলেন, সাদিয়া ইসলাম রিমি।
Leave a Reply